করোনা: সুস্থ হয়েছেন প্রায় সাড়ে ৫ লাখ

0
540

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মারা গেছেন আরও ৫ হাজার ৬৯৪ জন। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৫৩৬ জন।

বৃহস্পতিবার ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, এ পর্যন্ত মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৬৪ হাজার ৯৬৭ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৩১৩ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৬ হাজার ২৩০ জন।

গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪২৪ জন। বৃহস্পতিবারের হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ১ হাজার ৩১৫ জন। এই পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬৭ হাজার ৫৭২ জন। মোট মৃতের সংখ্যা ৩৩ হাজার ৯০৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৭ হাজার ১৮৯ জন।

মরণঘাতি এই ভাইরাসে ইতালিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৯৪১ জন। মারা গেছেন ২২ হাজার ১৭০ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৫২৫ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৮৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৬৪ জন।

স্পেনে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৮১৬ জন। মোট মৃতের সংখ্যা ১৯ হাজার ১৩০ জন। সুস্থ হয়েছেন ৭৪ হাজার ৭৯৭ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩১৮ জন।

ফ্রান্সে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১৬৪ জন। মারা গেছেন ৭৫৩ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ২৭ জন। ইউরোপের দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৭ হাজার ৯২০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩২ হাজার ৮১২ জন।

গত ২৪ ঘন্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯০ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৮৬ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৮৪৩ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৮৯০ জন। সুস্থ হয়েছেন ৭৭ হাজার জন।

এদিকে, করোনা ভাইরাসের আতুর ঘর চীনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬ জন। গত ২৪ ঘন্টায় সেখানে কেউ মারা যাননি। দেশটিতে এই নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৩৪১ জন এবং মারা গেলেন ৩ হাজার ৩৪২ জন।

গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬১৭ জন। এ সময়ের মধ্যে মারা গেছেন ৮৬১ জন। ইউরোপের দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩ হাজার ৯৩ জন। মারা গেছেন ১৩ হাজার ৭২৯ জন।

এছাড়াও গত ২৪ ঘন্টায় বেলজিয়ামে ৪১৭ জন (মোট ৪ হাজার ৮৫৭), কানাডায় ১৮১ জন (মোট ১ হাজার ১৯১), নেদারল্যান্ডসে ১৮১ জন (মোট ৩ হাজার ৩১৫), ব্রাজিলে ১৬৭ জন (মোট ১ হাজার ৯২৪), সুইডেনে ১৩০ জন (মোট ১ হাজার ৩৩৩), ইরানে ৯২ জন (মোট ৪ হাজার ৮৬৯), মেক্সিকোতে ৪৩ জন (মোট ৪৪৯), স্যুইজারল্যান্ডে ৪২ জন (মোট ১ হাজার ২৮১), রাশিয়ায় ৩৪ জন (মোট ২৩২), পর্তুগালে ৩০ জন (মোট ৬২৯), পোল্যান্ডে ২৮ জন (মোট ৩১৪), ইন্দোনেশিয়ায় ২৭ জন (মোট ৪৯৬), রোমানিয়ায় ২০ জন (মোট ৩৯২), অস্ট্রিয়ায় ১৭ জন (মোট ৪১০), পাকিস্তানে ১৭ জন (মোট ১২৮), ইকুয়েডরে ১৫ জন (মোট ৪০৩), মিশরে ১৩ জন (মোট ১৯৬), ফিলিপাইনে ১৩ জন (মোট ৩৬২), আলজেরিয়ায় ১২ জন (মোট ৩৪৮), ডেনমার্কে ১২ জন (মোট ৩২১), ইসরায়েলে ১২ জন (মোট ১৪২), ইউক্রেনে ৮ জন (মোট ১১৬), দক্ষিণ কোরিয়ায় ৪ জন (মোট ২২৯) মরক্কোতে ৩ জন (মোট ১৩০), আর্জেন্টিনায় ৩ জন (মোট ১১৫), গ্রিসে ৩ জন (মোট ১০৫) এবং ভারতে ১ জন (মোট ৪২৩) মারা গেছেন।

এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘন্টায় আরও এই সময়ের মধ্যে দেশে ১০ জন মারা গেছেন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে। এ নিয়ে দেশে মোট ৬০ জনের মৃত্যু হলো।

গত ২৪ ঘন্টায় বাংলাদেশে আরও করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৪১ জন। এ নিয়ে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৫৭২ জন। বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতর বৃহস্পতিবার সন্ধ্যায় সারা দেশকেই করোনা ভাইরাস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে।

https://www.worldometers.info/coronavirus/