করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ৪ হাজার ৫১৬ জন। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৩২৪ জন।


বৃহস্পতিবার ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, এ পর্যন্ত মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮ লাখ ৯৫ হাজার ৭০৬ জন। মোট মারা গেছেন ২ লাখ ৬৯ হাজার ৭০৬ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১৩ লাখ ৩২ হাজার ৭১৯ জন।
গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৬৪৮ জন। যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ১ হাজার ৭৩০ জন। এই পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৮৪ হাজার ৭৪০ জন। এ পর্যন্ত মারা গেছেন ৭৬ হাজার ৫২৯ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ১৪ হাজার ৮৪৪ জন।
মরণঘাতি এই ভাইরাসে ইতালিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৫ হাজার ৮৫৮ জন। মারা গেছেন ২৯ হাজার ৯৫৮ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৭৪ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪০১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৬ হাজার ২৭৬ জন।
স্পেনে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৮৫৫ জন। মোট মৃতের সংখ্যা ২৬ হাজার ৭০ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৯১৯ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২১৩ জন।
ফ্রান্সে গত ২৪ ঘন্টা আক্রান্ত হয়েছেন ৬০০ জন এবং মারা গেছেন ১৭৮ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৭৯১ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৫ হাজার ৯৮৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৫ হাজার ২৭ জন।
গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬১৪ জন। এ সময়ের মধ্যে মারা গেছেন ৫৩৯ জন। ইউরোপের দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬ হাজার ৭১৫ জন। মারা গেছেন ৩০ হাজার ৬১৫ জন।
গত ২৪ ঘন্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৮২ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ১৭৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ৭ হাজার ৩৫৭ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৯০০ জন।
করোনা ভাইরাসের আতুর ঘর চীনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ জন। গত ২৪ ঘন্টায় সেখানে কেউ মারা যাননি। দেশটিতে এই নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৮৮৫ জন এবং এ পর্যন্ত মারা গেলেন ৪ হাজার ৬৩৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৯৫৭ জন।

এদিকে, গত ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৩ জন। এ পর্যন্ত মারা গেছেন ১৯৯ জন। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৭০৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে এই ভাইরাসে আক্রান্ত ১২ হাজার ৪২৫ জন। গত এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ৯১০ জন।
এছাড়াও গত ২৪ ঘন্টায় মেক্সিকোতে ১৯৭ জন (মোট ২ হাজার ৭০৪), কানাডায় ১৭২ জন (মোট ৪ হাজার ৪০৪), ভারতে ১০৪ জন (মোট ১ হাজার ৮৮৯), সুইডেনে ৯৯ জন (মোট ৩ হাজার ৪০), পেরুতে ৯৪ জন (মোট ১ হাজার ৬২৭ জন), রাশিয়ায় ৮৮ জন (মোট ১ হাজার ৬২৫), নেদারল্যান্ডসে ৮৪ জন (মোট ৫ হাজার ২৮৮), বেলজিয়ামে ৭৬ জন (মোট ৮ হাজার ৪১৫), ইরানে ৬৮ জন (মোট ৬ হাজার ৪৮৬), তুরস্কে ৫৭ জন (মোট ৩ হাজার ৬৪১), পাকিস্তানে ৪১ জন (মোট ৫৮৫), ইকুয়েডরে ৩৬ জন (মোট ১ হাজার ৬৫৪), ইন্দোনেশিয়ায় ৩৫ জন (মোট ৯৩০), আয়ারল্যান্ডে ২৮ জন (মোট ১ হাজার ৪০৩), ফিলিপাইনে ২৭ জন (মোট ৬৮৫), রোমানিয়ায় ২৪ জন (মোট ৮৮৮), পোল্যান্ডে ২২ জন (মোট ৮৫৫), ব্রাজিলে ২১ জন (মোট ৮ হাজার ৬০৯), পর্তুগালে ১৬ জন (মোট ১ হাজার ১০৫), মিশরে ১৩ জন (মোট ৪৮২), ইউক্রেনে ১৩ জন (মোট ৩৪০), সৌদি আরবে ১০ জন (মোট ২১৯), হাঙ্গেরিতে ১০ জন (মোট ৩৮৩), দক্ষিণ আফ্রিকায় ৮ জন (মোট ১৬১), ডেনমার্কে ৮ জন (মোট ৫১৪), আলজেরিয়ায় ৭ জন (মোট ৪৮৩), স্যুইজারল্যান্ডে ৫ জন (মোট ১ হাজার ৮১০), আফগানিস্তানে ২ জন (মোট ১০৬), অস্ট্রিয়ায় ১ জন (মোট ৬০৯) এবং দক্ষিণ কোরিয়ায় ১ জন (মোট ২৫৬) মারা গেছেন।
অন্যদিকে, গত ২৪ ঘন্টায় জাপান (মোট ৫৫৬ জন), কলম্বিয়া (মোট ৩৯৭ জন), আর্জেন্টিনা (মোট ২৭৩ জন), ইসরাইল (মোট ২৩৮ জন), মরক্কো (মোট ১৮৩), এবং অস্ট্রেলিয়া (মোট ৯৭)-তে কেউ মারা যাননি।