ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ডিএনসিসি) নির্বাচনে প্রার্থীরা কাঙ্খিত প্রতীক পেয়েছেন। এবার শুরু হবে প্রচারণা।
শুক্রবার বেলা ১১টার দিকে প্রতীক বরাদ্দ দেয়া হয়। রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেনের অস্থায়ী কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
আওয়ামী লীগের ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পেয়েছেন নৌকা প্রতীক। ধানের শীষ পেলেন বিএনপি’র প্রকৌশলী ইশরাক হোসেন। জাতীয় পার্টির হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন পেয়েছেন লাঙ্গল প্রতীক।
এছাড়া অন্য চার প্রার্থী মো. আবদুর রব (ইসলামী আন্দোলন) হাতপাখা, মো. আকতার উজ্জামান ওরফে আয়াতুল্লা (বাংলাদেশ কংগ্রেস) ডাব, বাহারে সুলতান বাহার (এনপিপি) আম ও আব্দুস সামাদ সুজন (গণফ্রন্ট) মাছ প্রতীক পেয়েছেন।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন জানান, কোন মানুষকে বিরক্ত বা উত্যক্ত না করে এবং ধর্মের অবমাননা না করে এখন থেকে প্রচারণা চালানো যাবে।
তিনি জানান, নির্বাচনের প্রচারণা কাজে মাইক ব্যবহার করা যাবে। তবে মাইক বাজানো যাবে দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত।
ডিএসসিসি-তে সাধারণ কাউন্সিলর পদে ৩শ’ ৩৫ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে (নারী) ৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩০ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে সব কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে।