কাজী নজরুলের ‘সংকল্প’ ও করোনা ভাইরাস

0
757

আর্ট নিউজ তার পাঠকদের জন্য উন্মুক্ত করেছে বেশ কয়েকটি বিভাগ। এই বিভাগগুলোতে লিখবেন পাঠক। মন্তব্যও করবেন সম্মানিত পাঠকরাই। মানসম্পন্ন মন্তব্যগুলো নিয়েও লেখা প্রকাশ হবে। শুধু তাই নয়, বিভিন্ন বিভাগে প্রকাশিত পাঠকদের মানসম্পন্ন লেখা বের হবে বই আকারেও। এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা নিয়ে নিজের মত জানালেন আনিসুর রহমান মিঠু

“প্রথমেই জানাচ্ছি আমি কোন সমালোচক বা ক্রিটিক নই। তারপরও কেন জানি বলতে ইচ্ছে করলো, লিখতে ইচ্ছে করলো।

আপনারা একটু মনযোগ দিয়ে পড়বেন। কোন সমাধানে যেতে চাইনা। শুধু ব্যাখ্যাটা পড়বেন।

কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের একজন সেরা কবি। আর কবিদের বলা হয় দার্শনিক। কবিরা ভবিষ্যৎ দেখেন। কবি নজরুল ছিলেন একজন যুগোত্তীর্ণ কবি, কালোত্তীর্ণ কবি।

নজরুলের লেখাকে ঠিক সেই ভাবে বিশ্লেষণ করা সম্ভব। ‘সংকল্প’ কবিতাটিই সম্ভবত সবচেয়ে বেশি পড়া হয়েছে বিগত ৯০ বছরে।

হ্যাঁ, সংকল্প কবিতাটি প্রায় ৯০ বছর আগে লিখেছেন কাজী নজরুল ইসলাম। কবিতাটি কোন কাব্যগ্রন্থে সংকলিত করা হয় নাই।

প্রাথমিক বিদ্যালয়ে যেই অংশটুকু আমরা পড়ি তা, অংশ বিশেষ। পূর্নপাঠ করা হয় নাই কোন দিন।

গত কিছুদিন আগে করোনা ভাইরাসজনিত কারণে গৃহবন্দী থাকার সময় আমার ছেলেকে আবৃত্তি করে শোনাচ্ছিলাম এই কবিতাটি। যার পুরো কবিতাটিই আবৃত্তি করছিলাম। চতুর্থ অনুচ্ছেদের প্রথম দুই লাইন, ১৯ ও ২০ তম লাইনে লেখা আছে…

“কোন বেদনায় টিকি কেটে

চুন্ডু- খোর এ চীনের জাতি,

এমন করে উদয় -বেলায় মরণ খেলায় উঠলো মাতি।”

আমি বুঝতে চেষ্টা করলাম কি লিখেছেন কবি? আমি অবাক হলাম। সত্যিই তো আজ চীন এই মরণ খেলায় মেতে উঠেছে, যা ৯০ বছর আগে কবি নজরুল সন্দেহ করেছিলেন তার বিখ্যাত সংকল্প কবিতায়।

আমরা কি এই বিষয়টাকে এড়িয়ে যেতে পারবো?”

[ঘোষণা: লেখকের সম্পূর্ণ ব্যক্তিগত মতের প্রতিফলন। এর সাথে আর্ট নিউজ-এর সম্পাদনা পর্ষদের কোন সংশ্লিষ্টতা নেই।]