কাল থেকে হর্ন বাজালেই সাজা

0
760

নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ সচিবালয়ের আশপাশের এলাকাকে। আগামীকাল মঙ্গলবার থেকে এই “নো হর্ন জোন” বা “নীরব জোন” এলাকায় হর্ন বাজালেই জেল ও জরিমানা করা হবে।

২৫ নভেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নো হর্ন জোনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। ১৭ ডিসেম্বর থেকে সিদ্ধান্ত কার্যকর করতে গত রোববার আবারও আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে ১১ ডিসেম্বর সচিবালয়ের আশপাশের এলাকা, বিশেষত বঙ্গবন্ধু অ্যাভিনিউ, পল্টন, তোপখানা ও আবদুল গনি রোড এলাকায় চালকদের সতর্ক করতে লিফলেট বিতরণ করা হয়।

১৭ ডিসেম্বর থেকে এই নীরব জোনে হর্ন বাজালে এক মাসের কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেয়া হতে পারে। এই শাস্তি প্রথমবারের জন্য। একই অপরাধ আবারও করলে সর্বোচ্চ ৬ মাসের জেল বা ১০ হাজার টাকার দণ্ডের বিধান রয়েছে।

জিরো পয়েন্ট থেকে পল্টন মোড় হয়ে তোপখানা রোড দিয়ে প্রেসক্লাবের পাশের রাস্তা দিয়ে আবদুল গনি রোড দিয়ে জিরো পয়েন্ট পর্যন্ত নীরব জোনের আওতায় রয়েছে। এই পুরো সার্কেলে হর্ন বাজানো যাবে না।