কিছু করার নেই

শামীমার দায়িত্ব নিবে না বাংলাদেশ

0
1548
ফাইল ছবি

আইএস জঙ্গি শামীমা বেগমের ব্রিটিশ নাগরিকত্ব বাতিল হওয়ার বিষয়ে বাংলাদেশের কিছু করার নেই। এ বিষয়ে ব্রিটিশ আদালতের বক্তব্যের সাথেও একমত নয় বাংলাদেশের পররাষ্ট্র দফতর। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোনেম স্পষ্ট করেই বলে দিলেন, শামীমাকে নিয়ে বাংলাদেশের কিছু করার নেই।

শুক্রবার যুক্তরাজ্যের আদালত শামীমার নাগরিকত্ব বাতিলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে বৈধ বলে রায় দিয়েছে। রায়ে বলা হয়, ব্রিটিশ নাগরিকত্ব বাতিল হলেও শামীমা রাষ্ট্রহীন হয়ে যাননি। বংশগতভাবে তিনি বাংলাদেশের নাগরিক। তিনি বাংলাদেশের নাগরিকত্ব দাবি করতে পারেন।

শনিবার এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে। ব্রিটিশ আদালতের এমন বক্তব্যের সূত্র ধরেই পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন বাংলাদেশের অবস্থান। বললেন, শামীমা সে দেশের (যুক্তরাজ্য)। তিনি কখনও বাংলাদেশের নাগরিকত্বের জন্য আবেদন করেননি। তাই এ বিষয়ে আমাদের কিছু করার নেই।

বর্তমানে সিরিয়ার উত্তরাঞ্চলের রজ নামক শরণার্থী শিবিরে অবস্থান করছেন শামীমা বেগম। তিনি লন্ডন থেকে সিরিয়ায় গিয়ে আইএস-এর একজন জঙ্গি সদস্যকে বিয়ে করেছিলেন। গত বছর যুক্তরাজ্যে ফিরতে চাইলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রীয় নিরাপত্তার কারণ দেখিয়ে শামীমার নাগরিকত্ব বাতিল করে।