কিশোরগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে দুই জনের শরীরে। এই নিয়ে সেখানে মোট আক্রান্ত হলেন ১৯০ জন। গত ২৪ ঘন্টায় জেলায় কেউ মারা যায়নি। তবে এই পর্যন্ত মারা গেছেন ৫ জন।

শুক্রবার দিবাগত রাতে কিশোরগঞ্জের সিভিল সার্জন মুজিবুর রহমান আর্ট নিউজকে এ তথ্য জানান।
ডাক্তার মুজিবুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় সেখানে সুস্থ হয়েছে ১২ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ১৩৯ জন।
ডাক্তার মুজিব বলেন, ৪৬ জন কোভিড-১৯ পজেটিভ রোগী হোম বা হাসপাতালে আইসোলেশন এ আছেন। এরা ছাড়া আরও ২ জন সন্দেহভাজন কোভিড-১৯ রোগী আইসোলেশনে আছেন।
তিনি জানান, কিশোরগঞ্জে বর্তমানে হোম কেয়ারেন্টাইনে আছেন ১৩৮ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে কেউ নেই।
কিশোরগঞ্জের সিভিল সার্জন মুজিবুর রহমান সবাইকে ঘরে থাকতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানিয়েছেন।