খবর মিললো সুস্থতার

অবশেষে সুখবর মিললো। আতঙ্ক আর গুজবের দেশে খানিকটা স্বস্তি পাওয়ার মত তথ্য মিললো করোনা ভাইরাস নিয়ে। যে তিনজনের মধ্যে করোনা ভাইরাসের (কোভিড-১৯) উপস্থিতি ধরা পরেছিল, তাদের মধ্যে দুইজন শঙ্কামুক্ত। তারা সুস্থ আছেন। নতুন পরীক্ষার প্রতিবেদন এসেছে চিকিৎসকদের হাতে। নেগেটিভ।

বুধবার দুপুরে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, নতুন পরীক্ষার প্রতিবেদনে দুই জনই সুস্থ্য বলে জানা গেছে। তাদের শরীরে ভাইরাসের উপস্তিতি ধরা পড়েনি।

করোনা ভাইরাসের সবশেষ পরিস্থিতি জানাতে আইইডিসিআর-এর সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে গণমাধ্যমকে বিষয়টি জানান প্রতিষ্ঠানটির পরিচালক ডাক্তার মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

সেব্রিনা ফ্লোরা জানান, যে তিন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তাদের অবস্থা স্থিতিশীল। তাদের একটি হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে দুই জনের শারিরীক অবস্থা ভালো। একটি পরীক্ষায় তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে।

তিনি জানান, ২৪ ঘন্টা পর আরেকবার পরীক্ষা করা হবে। তাতেও নেগেটিভ রিপোর্ট এলে তাদের বাড়ি ফিরতে ছাড়পত্র দেয়া হবে। এ সময় সেব্রিনা ফ্লোরা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘন্টায় আরও ৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের কারও শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েনি। দেশের বিভিন্ন হাসপাতালে আটজনকে আইসোলেশনে রাখা হয়েছে বলেও জানান ডাক্তার সেব্রিনা।

ডাক্তার সেব্রিনা পরামর্শ দেন, যারা বিদেশ থেকে এসেছেন তারা যেন বাড়িতে থাকেন, অথবা স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে যান। এছাড়া যাদের সর্দি, জ্বর, কাশি আছে তারা ১৪ দিন বাড়িতে থাকেন। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের স্বার্থে ছুটির ব্যবস্থা করে এমন রোগীদের সহায়তা করুন। তাতে সবারই আক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *