খরচ হয়নি ৬০ পয়সাও

0
1344
ফাইল ছবি

যুদ্ধাপরাধীদের তালিকা করতে ৬০ কোটি টাকা খরচের যে তথ্য এসেছে তা চ্যালেঞ্জ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, এমন তথ্যের স্বপক্ষে প্রমাণ দিতে হবে। প্রমাণ দিতে না পারলে ক্ষমা চাইতে হবে। নতুবা তিনি মানহানির মামলা করবেন।

উল্লেখ্য, বুধবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে যুদ্ধাপরাধীদের তালিকা তৈরিতে ৬০ কোটি টাকা ব্যয়ের তথ্য প্রকাশ পায়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বৃহস্পতিবার সকালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে এই তথ্যটিকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, এ তালিকা তৈরি করতে ৬০ কোটি কেন ৬০ পয়সাও খরচ হয়নি।