খালেদা জিয়াকে দরখাস্ত করতে হবে

প্যারোলে মুক্তি পেতে আইনি প্রক্রিয়ায় আসতে হবে

0
962
ফাইল ছবি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্যারোলে মুক্তির বিষয়ে সুনির্দিষ্ট আইন আছে। আইনে পরিষ্কারভাবে বলা আছে প্যারোলে মুক্তি পেতে কোথায় কিভাবে আবেদন করতে হবে। আনিসুল হক বলেন, প্যারোলে মুক্তি পেতে হলে তা আইনি প্রক্রিয়া মেনেই পেতে হবে। আইনের ব্যত্যয় ঘটানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেন, প্যারোলে মুক্তির দরখাস্ত এবং সব নিয়মকানুন মানার পরই সরকার এ বিষয়ে চিন্তা ভাবনা করতে পারে। আইনী প্রক্রিয়ার মধ্য দিয়ে দরখাস্ত না পাওয়া পর্যন্ত এ নিয়ে কথা বলার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন আনিসুল হক।

রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে আন্তর্জাতিক অলাভজনক আইন কেন্দ্র (আইসিএনএল) আয়োজিত এক অনুষ্ঠানে আনিসুল হক এসব কথা বলেন।

শারমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ডিএফআইডি-এর সিনিয়র গভার্নেন্স অ্যাডভাইজার ও গভার্নেন্স টিম লিডার আইনলিন বাকের।

এছাড়া প্যানেল আলোচক ছিলেন সংসদ সদস্য অ্যারোমা দত্ত, টিআইবি-এর নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান, বেলা-এর প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানসহ অন্যরা।