মানবিক কারণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা ৬ মাস স্থগিত করা হয়েছে। তিনি বাসায় থেকে চিকিৎসা নিবেন। তবে বিদেশ যেতে পারবেন না। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক তার গুলশানের অফিসে গণমাধ্যমের সাথে কথা বলছেন।

এর আগে, মঙ্গলবার দুপুরে আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ডক্টর মো. রেজাইল করিম সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিকেল ৪টায় মন্ত্রী এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলবেন।
কারাবন্দি খালেদা জিয়া জামিন নাকি প্যারোলে মুক্তি পাবেন এ বিষয়ে ডক্টর মো. রেজাইল করিম মন্তব্য না করে জানান, এ বিষয়ে আইনমন্ত্রী বিস্তারিত জানাবেন।
উল্লেখ্য, দুর্নীতির দুই মামলায় বেগম খালেদা জিয়া দুই বছরের বেশি সময় ধরে কারাগারে আছেন। তবে অসুস্থতার কারণে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন।