ঢাকা মহানগর যুবলীগ (দক্ষিণ)-এর বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াসহ ছয় জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়া হয়েছে। পুলিশের সিআইডি বিভাগ মানি লন্ডারিং মামলায় এই চার্জশিট জমা দিয়েছে।
রোববার আদালতে দেয়া চার্জশিটে খালেদ মাহমুদ ভূঁইয়া, তার ভাই মাসুদ মাহমুদ ভূঁইয়া ও হাসান মাহমুদ ভূঁইয়ার নাম রয়েছে। এ ছাড়াও খালেদ মাহমুদ ভূঁইয়ার ম্যানেজার হারুন রশিদ, শাহাদাৎ হোসেন উজ্জ্বল ও মোহাম্মদ উল্লাহ খানের নাম রয়েছে।
চার্জশিটে আসামিদের বিরুদ্ধে ক্যাসিনো ও মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং টেন্ডারবাজির প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
গত বছরের ১৮ ডিসেম্বর ক্যাসিনোবিরোধী অভিযানে খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেফতার করা করা হয়। এ সময় তার জিম্মায় থাকা অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এসব অপরাধে তার বিরুদ্ধে মোট ৫টি মামলা করা হয়।