খুলনায় রোগী পালালেন

0
655

আইসোলেশন ইউনিটে ভর্তি ছিলেন তিন জন। তাদের মধ্যে পালিয়ে গেলেন এক জন। ঘটনাটা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার এটিএম মঞ্জুর মোর্শেদ রোগী পালানোর বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, শনিবার আইসোলেশন ইউনিট থেকে একজন পালিয়ে গেছেন। তার বাড়ি যশোরের ঝুমঝুম এলাকায়।

ডাক্তার মোর্শেদ বলেন, সারাদিন করোনা সংক্রান্ত মিটিংয়ে ব্যস্ত ছিলেন। তাই খবরটি জানতে পারিনি। এমন ঘটনা ঘটলে তা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। তিনি বলেন, স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তা নিতে হবে যাতে কেউ পালিয়ে থাকতে না পারে।

বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে আরও দুই জন আছেন। এদের একজন নড়াইলের, আরেক জন সাতক্ষিরা জেলার।