সাংবাদিকদের নাম ব্যবহার করে গুজব রটাতে একটি মহল সক্রিয় হয়েছে। তারা সাংবাদিকদের জন্য চাল বরাদ্দের একটি ভিত্তিহীন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে। গুজব রটানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে এ বিষয়ে তথ্য মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
সোমবার তথ্য মন্ত্রণালয়ের সহকারি সচিব ও গুজব প্রতিরোধ সেলের সদস্য ফিরোজ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বিষয়ে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করা হয়েছে।
বিজ্ঞাপ্তিতে নাম উল্লেখ করে বলা হয়, “মোস্তাফিজুর রহমান সুমন, শাহীন হাসনাতসহ আরও কয়েকটি ফেইসবুক আইডি হতে ‘তাজা খবর’ শিরোনামে এই মর্মে গুজব রটানো হচ্ছে যে, সাংবাদিকদের জন্য এককালীন ৩০ কেজি চাল সরকার বরাদ্দ করেছে। তথ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া তালিকা হতে সীমিত সংখ্যক সাংবাদিক ৩০ কেজি চাল পাওয়ার কথা বলা হয়েছে। এটি একটি জঘন্য গুজব। সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। এ ধরনের গুজব রটানো শাস্তিযোগ্য অপরাধ।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “প্রয়োজনে এ ধরনের গুজবের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”