সারাদেশে তাপমাত্রা আবার কমেছে। সকালে রোদের দেখা মিললেও বেলা বাড়ার সাথে সাথে দখলদারিত্ব বাড়ায় কুয়াশা। দুপুর ২টায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেতুলিয়ায় ৫ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস।
এদিকে সকাল ৮ টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৫ মিনিট পর্যন্ত হয় বলয়গ্রাস সূর্যগ্রহণ।
এদিকে, রাজধানীতে দুপুর আড়াইটায় তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি। তবে শীতল বাতাস বইছে বলে ঠাণ্ডা বুধবারের চেয়ে বেশি অনুভূত হচ্ছে।