ঘুরে বেড়াচ্ছেন ইভানকা ট্রাম্প

0
1038

ইভানকা ট্রাম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে। তার অন্য পরিচয়, তিনি হোয়াইট হাউসের সিনিয়র উপদেষ্টা। এছাড়া মায়ের মত মডেলিং করেও তৈরি করেছেন ভক্তকূল। ইভানকা লকডাউনের বিধিনিষেধ ভেঙে ব্যাপক সমালোচনায় পড়েছেন।

করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে বাবা ট্রাম্পই শুধু নয়, ইভানকা নিজেও সবাইকে ঘরে থাকতে পরামর্শ দিয়েছেন। এ পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু সবাইকে পরামর্শ দিয়ে ইভানকা নিজেই বেরিয়ে পড়েছেন আউটিংয়ে।

স্বামী জারেড ক্যুশনার ও তিন ছিলে মেয়ে নিয়ে ইভানকা উড়াল দিয়েছেন ওয়াশিংটন থেকে। গিয়েছেন নিউ জার্সি। ৩০০ কিলোমিটার দূরে গিয়ে ঠাঁই নিয়েছেন নিউ জার্সির বেডমিনস্টারে ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবে।

ওয়াশিংটনের মত নিউ জার্সিতেও চলছে ঘরে থাকার নির্দেশনা। সেই নির্দেশনার থোড়াই কেয়ার করে ইভানকা গলফ ক্লাব আর রিসোর্টে ঘুরে ফিরে আরামেই কাটাচ্ছেন সময়।

ইভানকার এমন আচরণে দোষ দেখতে পায়নি হোয়াইট হাউস। তার এই ভ্রমণের পক্ষ নিয়েছে হোয়াইট হাউস। বলছে, তার এ সফর বাণিজ্যিক নয়। তিনি কেবল পরিবারের সাথে ছুটি কাটাতে চেয়েছেন।