ঘূর্ণিঝড়ে নিখোঁজ জেলেদের লাশ উদ্ধার

0
573

মেহেন্দীগঞ্জ উপজেলার মাছকাটা নদী থে‌কে ৯ জেলের লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ভোলায় ট্রলার ঘটনায় যে ১৩ জন জেলে নিখোঁজ হয় তাদের মধ্যে ৩ জনকে এখনও পাওয়া যায়নি।

সোমবার রা‌তে উপ‌জেলার বাহাদুরপুর এলাকা থে‌কে নদীতে ভাসমান অবস্থায় এসব লাশ উদ্ধার করা হয়।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে মে‌হে‌ন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবিদুর রহমান জানান, বাহাদুরপুর এলাকা থে‌কে ওই ৯ জে‌লের লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। ধারণা করা হ‌চ্ছে ভোলায় ঝ‌ড়ের মু‌খে ট্রলার ডু‌বির ঘটনায় নি‌খোঁজ হওয়া জে‌লে এরাই।

জানা গে‌ছে, রোববার ঘূর্ণিঝড় বুলবুল চলাকা‌লে চাঁদপুর থে‌কে ভোলার চরফ্যাশন যাওয়ার প‌থে নৌকাডু‌বি‌তে বেশ ১৪ জন জে‌লে নি‌খোঁজ হ‌য়ে‌ছিল। তাদের মধ্যে রোববার একটি লাশ উদ্ধার হ‌য়ে‌ছিল। সোমবারের ৯ জন নিয়ে মোট ১০ জনের লাশ উদ্ধার করা হলো। এদের সবার বা‌ড়ি ভোলার চরফ্যাশনের নুরাবা‌দের আব্দুল্লাহপু‌রে।