চলতি বছরের হাজিদের সংখ্যা নির্ধারণ

0
1493
ফাইল ফটো

সরকারি ব্যবস্থাপনায় এ বছর হজ্বে যাবেন ১৭ হাজার ১শ’ ৯৮ জন। এর বাইরে বেসরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন আরও ১ লাখ ২০ হাজার জন। সব মিলিয়ে বাংলাদেশ থেকে চলতি বছর হজ্বে যাবেন ১ লাখ ৩৭ হাজার ১শ’ ৯৮ জন।

রোববার জাতীয় সংসদ ভবনে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। স্থায়ী কমিটির সভাপতি হাফেজ রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, হজ্ব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য হজ্ব ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। সভায় হাজীদের ইমিগ্রেশন ও চিকিৎসা সেবা বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় প্রত্যেক সংসদীয় আসনে মসজিদ সংস্কারের জন্য বার্ষিক ১০ লাখ টাকা, মাদ্রাসার জন্য ৫ লাখ টাকা ও মন্দিরের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ রাখার সুপারিশ করা হয়।

এছাড়া হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড গঠন ও কল্যাণ ট্রাস্টের নিজস্ব ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দ করার বিষয়ে সভায় আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন মনোরঞ্জন শীল গোপাল, জিন্নাতুল বাকিয়া, তাহমিনা বেগম ও রত্না আহমেদ।