চলে গেলেন ঊমা কাজী

জোহরের নামাজের পর বনানী কবরস্থানে দাফন

0
1609
ফাইল ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পুত্রবধু ঊমা কাজী মারা গেছেন। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বুধবার রাত ৯টার দিকে বনানীর বাড়িতে মারা যান তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জোহরের নামাজের পর জানাজা হবে। এরপর বনানী কবরস্থানে ঊমা কাজীকে দাফন করা হবে।

জাতীয় কবির বড় ছেলে ও ঊমা কাজীর স্বামী কাজী সব্যসাচী মারা যান ১৯৭৯ সালে। সব্যসাচী ও ঊমার দুই মেয়ে মিষ্টি কাজী ও খিলখিল কাজী।

স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসেন। প্রথমে তারা ধানমণ্ডির কবি ভবনে থাকতেন। ১৯৭৬ সালে কবির মৃত্যুর পর তাদের বনানীতে বাড়ি করে দেয়া হয়। তখন থেকেই ঊমা কাজী বনানীতে থাকতেন।