চলে গেলেন রীমন মাহফুজের বাবা

0
713

সাংবাদিক রীমন মাহফুজের বাবা অধ্যাপক হাবিবুর রহমান আজ বিকেলে চির বিদায় নিলেন। বেশ কিছুদিন ধরেই তিনি বয়সজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

শুক্রবার সন্ধ্যায় রীমন মাহফুজ তার ফেসবুকে জানান, বিকেল ৪টায় তিনি মারা যান। ময়মনসিংহের গফরগাঁওয়ের বাসিন্দা অধ্যাপক হাবিবুর রহমানের শেষ দিনগুলি কাটে সিরাজগঞ্জে।