৩১ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, ঝিনাইদহ): ঝিনাইদহের মহেশপুরে এক চা দোকানিকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তি উপজেলা শহরের কুলতরা বাজারের চা দোকানি ইমামুল হক ইমা।
কোটচাঁদপুর-মহেশপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম জানান, বাজারে নিজের দোকানে ঘুমিয়ে ছিলেন ইমামুল হক। রাত ১২টার দিকে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গলায় মাফলার পেঁচিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সকালে ঘটনা জানতে পেরে লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, কয়েক দিন আগে তুচ্ছ বিষয় নিয়ে এলাকার কয়েকজনের সাথে বিরোধ হয়েছিল ইমামুলের। ধারণা করা হচ্ছে, তার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে। সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানও হয়েছে।
অপরাধ/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: