চীনের সহায়তা আসছে

করোনা ভাইরাস মোকাবেলায় চীনের সহায়তা আসবে ২৬ মার্চ। ঢাকায় চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।

চীনের সহায়তার মধ্যে রয়েছে করোনা ভাইরাস শনাক্তকরণ কিট, সার্জিক্যাল অ্যানরেস্পিরেটর, চিকিৎসা পোশাক ও এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার।

মঙ্গলবার সকালে ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এবং কাউন্সিলর ইয়ান হুয়ালং-এর দেয়া বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে ইয়ান হুয়ালং তার দেশের প্রেসিডেন্টের অঙ্গীকারের কথা স্মরণ করেন।

বিবৃতিতে জানানো হয়, দূতাবাস ইতোমধ্যেই বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে জানিয়েছে চীন সরকার করোনা ভাইরাসের বিপুল সংখ্যক টেস্ট কিটসহ জরুরী চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। চীন সরকারের একটি বিশেষ বিমানে ২৬ মার্চ সেগুলো ঢাকায় এসে পৌঁছুবে।

বিবৃতিতে অঙ্গীকার ব্যক্ত করে বলা হয়, মহামারী রোধে চীন বরাবরই বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার ছিল এবং থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *