চীনের হুবেই প্রদেশ থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। এ পর্যন্ত ২১০টি দেশ ওঅঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতি এই ভাইরাস। শনিবার পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ২ হাজার ১৭৯ জন। তবে চীনে আপাতত মৃত্যুর ঘটনা ঘটছে না।
চীনের স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী টানা ৮ দিন সেখানে কোভিড-১৯ আক্রান্ত হয়ে দেশটিতে কেউ মারা যাননি।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সংক্রমণের হারও মন্থর হয়ে এসেছে। গত একমাসে সেখানে আক্রান্তের সংখ্যা একশ’ ছাড়ায়নি। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৮১৬ জন। সবশেষ শনিবার করোনা ভাইরাসে আক্রান্ত ১২ জন রোগী শনাক্ত হয়েছেন।
চীনে এই পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৩৪৬ জন। হিসেব বলছে, মোট আক্রান্ত রোগীর সিংহ ভাগই সুস্থ হয়েছেন।
৮২ হাজার ৮১৬ জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৩৪৬ জন। মারা গেছেন ৪ হাজার ৬৩২ জন। আর চিকিৎসাধীন আছেন ৮৩৮ জন।
তবে উহান ও আশপাশের শহরে ভাইরাসটির সংক্রমণ কমে এলেও নতুন করে আক্রান্ত হচ্ছেন উত্তর-পূবাঞ্চলীয় হেইলং জিয়াং প্রদেশের রাজশানী হারবিনের মানুষ। ফলে শহরটিকে ইতোমধ্যে লকডাউন করা হয়েছে।
হারবিন শহর কর্তৃপক্ষ বলছে, অন্য শহর থেকে আসা মানুষই তাদের শহরে সংক্রমণ ঘটিয়েছে। তাই পরিস্থিতি সামাল দিতে শহরটিকে লকডাউন করা হয়েছে।