চীন ফেরতরা সুস্থ আছেন

0
1413

বাংলাদেশের কেউ এখনও করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। তাই আতঙ্কিত হওয়ার মত পরিস্থিতিও তৈরি হয়নি। এমন তথ্য জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান, আইইডিসিআর। তারা বলছে, মরণঘাতি এই ভাইরাস থেকে বাঁচতে হলে পরিস্কার থাকা এবং রের বাইরে চলাচলে সাবধান থাকা জরুরী।

আইইডিসিআর জানিয়েছে, চীন থেকে যে বাংলাদেশিরা দেশে ফিরেছেন তারা সবাই সুস্থ আছেন। এদের অধিকাংশই বিশেষ ব্যবস্থায় রয়েছেন রাজধানীর আশকোনায় হজ্ব ক্যাম্পে।

আইইডিসিআর পরিচালক অধ্যাপক মীরজাদি সেব্রিনা জানিয়েছেন, ২১ জানুয়ারি থেকে এ পর্যন্ত চীন থেকে বাংলাদেশে এসেছেন ৬ হাজার ৭৮৯ জন। এদের সবার পরীক্ষা করা হয়েছে। সন্দেহভাজন ঝুঁকিপূর্ণ ৩৯ জনের নমুনাও পরীক্ষা করা হয়েছে। কারও মধ্যেই করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

এছাড়া, সোম ও মঙ্গলবারে চীন থেকে আরও ৮৩৭ জন এসেছেন। এদের কারো মধ্যেও করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন মীরজাদি সেব্রিনা। তবে সোমবার রাতে চীন থেকে আসা একজনকে হজ্ব ক্যাম্প থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার মাথাব্যথা ও কাশি থাকলেও জ্বর নেই। তাকে করোনা ভাইরাস আক্রমণ করেছে কিনা তা জানতে নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।

বিশ্বের ২৬টি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পরেছে। তবে বাংলাদেশ এখনও মুক্ত আছে। কিন্তু পাশের দেশ ভারতে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত হওয়ায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইইডিসিআর।