বাংলাদেশ ছাত্রলীগের নেতার অংশ নিবেন ‘মুজিব বর্ষ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট’। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করবেন দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা কৌশিক।
রোববার ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক নাজির আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) প্রতিযোগিতা শুরু হবে সন্ধ্যা ৭টায়। উদ্বোধন অনুষ্ঠানে নড়াইল এক্সপ্রেস মাশরাফি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান জয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যে নেতারা নাম নিবন্ধন করেছেন তাদের সকাল ১০টায় মধুর কেন্টিনে উপস্থিত থাকার কথা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জার্সি ও ফিকশ্চার দেয়া হবে মধুর কেন্টিনে।