ছিঁড়ে ফেললো মুক্তিযোদ্ধার সনদ

0
949

শেখ হাসিনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক মো. শহীদুল্লাহ কায়সার ছিড়ে ফেললেন মুক্তিযোদ্ধার সনদ।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শাজাহান ভূঁইয়ার চিকিৎসা নথি থেকে তার মুক্তিযোদ্ধার সনদপত্র ছিঁড়ে ফেলেছেন ওই চিকিৎসক।

হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
মুক্তিযোদ্ধার শাজাহান ভূঁইয়া কালিহাতী উপজেলার মহেলা গ্রামের বাসিন্দা।

অভিযুক্ত চিকিৎসক শহীদুল্লাহ কায়সার শেখ হাসিনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপকের দায়িত্ব পালনের পাশাপাশি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের অর্থপেডিক বিভাগের প্রধান এবং বিএমএ-এর জেলা শাখার সাধারণ সম্পাদক।

মুক্তিযোদ্ধার সনদ ছিঁড়ে ফেলার ঘটনায় এলাকায় নিন্দার ঝড় ওঠে।