সরকার করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ ছুটি ঘোষণা করলেও ব্যাংক খোলা থাকবে। তবে ব্যাংকিং সময়সীমা কমানো হতে পারে।

সোমবার বিকেলে সচিবালয়ে জরুরী সংবাদ সম্মেলনে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাধারণ ছুটির কথা জানান। এ সময় তিনি বলেন, ব্যাংকের ছুটির বিষয়ে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিবে।
ব্রিফিংয়ে জানানো হয়, স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি-বেসরকারি চাকুরিজীবীরা ৫ দিনের সাধারণ ছুটিসহ মোট ১০ দিন ছুটি পাচ্ছেন।
মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্যাংক খোলা রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার কথা জানান। পরে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, সাধারণ ছুটিতে সব ব্যাংক খোলা থাকবে। তবে লেনদেনের সময়সীমা কমানো হবে।
সিরাজুল ইসলাম বলেন, মানুষের প্রয়োজনের বিষয়টি বিবেচনায় নিয়ে এই পদক্ষেপ নেয়া হচ্ছে। তিনি জানান, সার্কুলার দিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা সব ব্যাংককে জানিয়ে দেয়া হবে। এরপর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের বলেন, সাধারণ ছুটিতে সব ব্যাংক খোলা থাকবে। তবে লেনদেনের সময়সূচি কমানো হবে।