জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

0
965
ফাইল ছবি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৭ মার্চ সন্ধ্যায় বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন একযোগে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ প্রচার করা হবে। একই সময় বেসরকারি টেলিভিশন ও রেডিওগুলোও ভাষণ প্রচার করতে পারবে।

মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠান পুনর্বিন্যাসে টেকনিক্যাল কমিটির সভা অনুষ্ঠিত হয়। ছবি: পিআইডি

মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ে টেকনিক্যাল উপ-কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়। জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এ তথ্য জানান।

জাতীয় বাস্তবায়ন কমিটি সভায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠান পুনর্বিন্যাসের বিষয়ে আলোচনা হয়।