জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ বুধবার

0
783
ফাইল ছবি

দেশবাসীর উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে, বুধবার সন্ধ্যায় তিনি জাতির উদ্দেশে ভাষণ দিবেন।

সোমবার সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান।

এবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর পতি বিশ্বাস রাখুন। উদ্ধূত পরিস্থিতিতে যখন যেটা করতে হবে, প্র ধানমন্ত্রী সে সম্পর্কে জাতির উদ্দেশে দেয়া ভাষণে দিক নির্দেশনা দিবেন। ২৫ মার্চ প্রধানমন্ত্রী এই ভাষণ দিবেন।

সেতুমন্ত্রী বলেন, করোনা ভাইরাস সংক্রমণে সরকার যে সব পদক্ষেপ নিয়েছে তা জানানোর পাশাপাশি উদ্বিগ্ন না হতে দেশবাসীকে আশ্বস্ত করবেন। কথা বলবেন সতর্কতা সম্পর্কেও।

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করবে। অন্যান্য বেসকারি টেলিভিশন চ্যানেল ও এফএম রেডিও-ও একযোগে প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করবে।