শেখ হাসিনা সরকারের এক বছর পূর্তি আজ। নানা সাফল্য আর কিছু ব্যর্থতায় কেটে গেলো একটি বছর। সরকারে এক বছর পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দিবেন।
আজ মঙ্গলবার রাত ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন শেখ হাসিনা। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার একযোগে প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করবে। প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে, বিটিভির কাছ থেকে ফ্রেশ ফিড নিয়ে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনগুলোও একযোগে সরাসরি সম্প্রচার করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ২শ’ ৯৮টি আসনের মধ্যে ২শ’ ৫৭টিতে জয় পায়। শরীকদের আসনসহ জোটের মোট আসন সংখ্যা হয় ২শ’ ৮৮টি। অন্য দিকে বিএনপি ও তাদের সমমনাদের জোট পেয়েছে ৭টি আসন।
এর আগে, ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঐকমত্যের সরকার গঠন করে। ২০০৮ সালে মহাজোট ও ২০১৪ সালে ১৪ দলীয় জোটের সরকার গঠন করেন শেখ হাসিনা। একাদশ জাতীয় নির্বাচনে জোটগতভাবে নির্বাচন করলেও আওয়ামী লীগ একাই সরকার গঠন করে।