জাতীয় কবির গাড়ি

কোলকাতার প্রদর্শনীতে কবি নজরুলের গাড়ি

0
3485

আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা আলোচনায় এলেই তার আর্থিক অস্বচ্ছলতার প্রসঙ্গ আসতো অনিবার্যভাবেই। তার স্বচ্ছল দিনগুলোর কথা প্রায় সবারই অজানা।

এত বছর পর হঠাৎ করেই সামনে এলো কাজী নজরুল ইসলামের কেনা গাড়ির ছবি। পরিবারের সদস্যদের নিয়ে ঘোরার জন্য তিনি গাড়ি কেনেন।

গত রোববার সেই গাড়িটি প্রদর্শিত হলো কোলকাতায়। কোলকাতার একটি ভিন্টেজ মোটর শো’তে প্রদর্শিত হয়েছে গাড়িটি।

তবে আবারও সেই পুরনো কথা, আর্থিক কারণে কবি গাড়িটি কবি বেশি দিন নিজের কাছে রাখতে পারেননি। গাড়িটি বিক্রি করে দেন কাজী নজরুল ইসলাম।

সংবাদের সাথে দু’টি ছবি আছে। এর মধ্যে প্রথম ছবি – গাড়ীটি কেনার পর। বাড়ির সামনে তোলা ছবিতে দেখা যায়, গাড়িতে নজরুলের দুই পুত্র সানি ও নিনিসহ বাচ্চারা, সঙ্গে নেপালী দারোয়ান। পিছনে চায়ের কাপ হাতে কবি নজরুল দাঁড়িয়ে।

আর দ্বিতীয় ছবিটা রোববারের প্রদর্শনীর। প্রদর্শনীতে আসেন কবির বংশধররা। তারা সেই গাড়িতে চড়ে ফটো সেশনে অংশ নেন।

ছবি ও প্রাথমিক তথ্য সূত্র : মীর শামসুল আলম বাবু।