জাতীয় প্রেসক্লাব লকডাউন

0
695

লকডাউন হয়েছে জাতীয় প্রেসক্লাব। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আপাতত ১১ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে প্রেসক্লাবের সব কার্যক্রম। ২১ মার্চ শনিবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির জিরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সদস্য ও স্টাফদের স্বাথ্য নিরাপত্তার জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইতোমধ্যেই ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত নোটিশ জারি করা হয়েছে। ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ক্লাব লকডাউন থাকবে। করোনা পরিস্থিতির উন্নতি না হলে এই সময়সীমা আরও বাড়তে পারে বলে ব্যবস্থাপনা কমিটি সূত্রে জানা গেছে।