জার্মানিতে এ পর্যন্ত ১২ জন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবশেষ গত বুধবার নতুন করে দুই জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ।
রাষ্ট্রদূত জানান, নতুন আক্রান্ত হওয়া দুই জনকে আইসিইউ-তে রাখা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জার্মান সরকার বিধি-নিষেধের মেয়াদ ১৯ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে বলে জানান ইমতিয়াজ আহমেদ।
ইউরোপের এ দেশটিতে বর্তমানে প্রায় সাড়ে ৩ হাজার করোনা আক্রান্ত রোগীকে আইসিইউ-তে রাখা হয়েছে।
জার্মানিতে এ পর্যন্ত মারা গেছেন ৯৯৭ জন। এছাড়া ৮১ হাজার ৭২৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হিসেবে দেশটি রয়েছে পাঁচ নম্বরে। সংখ্যার বিচারে তাদের ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন ও চীন।