কেনিয়ার নাইরোবি বিমানবন্দর থেকে জার্মানির ৬০ লাখ মাস্ক গায়েব হয়ে গেছে। মাস্কগুলো তৈরি করা হয়েছিল জার্মান সেনাবাহিনীর জন্য।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানাচ্ছে, করোনা ভাইরাস প্রতিরোধে জার্মান সেনাবাহিনী ৬০ লাখ পিস মাস্ক তৈরি করায়। এগুলো জার্মান যাওয়ার পথে নাইরোবি থেকে হারিয়ে গেছে।
জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, জার্মান স্বাস্থ্য মন্ত্রণালয় সেনা সদস্যদের জন্য তাদের ৬০ লাখ মাস্ক সংগ্রহ করে দেয়ার অনুরোধ করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিদেশি প্রতিষ্ঠানকে দিয়ে মাস্ক তৈরি করায়। মাস্ক পাওয়ার পর মূল্য পরিশোধ করার শর্তে ৬০ লাখ পিস মাস্ক তৈরি করা হয়। এই মাস্কগুলোই কেনিয়া হয়ে জার্মানিতে পৌঁছার কথা ছিল। কিন্তু পথে তা গায়েব হয়ে যায়।

মাস্ক প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির ধারণা, ওগুলো জার্মানির পরিবর্তে অন্য কোথাও চলে গেছে।
এদিকে, জার্মানিতে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। মঙ্গলবার (২৪ মার্চ) জার্মানিতে নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন প্রায় ৪ হাজার। মারা গেছেন ৩৪ জন। মঙ্গলবার পর্যন্ত জার্মানিতে মোট রোগীর সংখ্যা ৩২ হাজার ৯৮৬ জন। এ পর্যন্ত মারা গেছেন কমপক্ষে ১৫৭ জন।
বিস্তারিত জানতে: https://www.aa.com.tr/en/africa/german-shipment-of-6-million-masks-lost-in-kenya-/1777508