জাস্টিন ট্রুডো স্বেচ্ছা আইসোলেশনে

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেছেন। তার স্ত্রী সোফি গ্রেগয়ের ট্রুডোর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় তিনিও কোয়ারেন্টাইনে গেছেন। কানাডার প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, স্বাস্থ্য পরীক্ষায় সোফি গ্রেগয়ের ট্রুডোর শরীরে কোভিড-১৯ রোগের উপস্থিতি শনাক্ত হয়েছে।

এএফপি ও সিএনএন জানিয়েছে, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সোফি গ্রেগয়ের ট্রুডোর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘোষণা দেয়া হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সোফিকে ১৪ দিন আইসোলেশনে রাখা হবে।

সিএনএন জানাচ্ছে, সোফির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর জাস্টিন ট্রুডো স্বেচ্ছায় আইসোলেশনে গেছেন। তবে তার শরীরে ভাইরাসটি শনাক্ত হয়নি।

চিকিৎসকরা জানিয়েছেন, সোফির শরীরে কোভিড-১৯ ধরা পড়লেও তা মৃদু মাত্রায় রয়েছে। এখনই শঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করছেন তারা।

গেল বুধবার যুক্তরাজ্যে এক অনুষ্ঠানের পর সোফি গ্রেগয়ের ট্রুডো অসুস্থ বোধ করেন। চিকিৎসকের শরণাপন্ন হলে তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *