নিউজ ডেস্ক: জলদস্যুর হাত থেকে মুক্ত এমভি আবদুল্লাহর ২৩ নাবিক সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে জাহাজে করেই চট্টগ্রামে ফিরবেন।
কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম মঙ্গলবার দেশের একটি সংবাদ মাধ্যমকে এই কথা জানিয়েছেন।
এর আগে জাহাজের দুজন নাবিক আমিরাত থেকে উড়োজাহাজে করে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন। তবে গতকাল সোমবার জাহাজটি আমিরাতের আল-হামরিয়া বন্দরে পৌঁছার পর তারা মত বদলেছেন বলে জানিয়েছে মালিকপক্ষ।
এদিকে গতকাল সোমবার রাতে জাহাজটি বন্দরের জেটিতে ভেড়ানোর পরই জাহাজটি থেকে কয়লা খালাস শুরু হয়। জাহাজটি কয়লা খালাসের পর আবার পণ্য বোঝাই করে চট্টগ্রামে ফেরার কথা রয়েছে।
প্রায় ৩৩ দিনের জিম্মিদশা পর ১৩ মার্চ দিবাগত রাত ১২টা ৮ মিনিটে মুক্ত হয় ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ। মুক্ত হওয়ার পরই জাহাজটি ১ হাজার ৪৫০ নটিক্যাল মাইল দূরে থাকা আল-হামরিয়া বন্দরের উদ্দেশে রওনা হয়। ৯ দিনের মাথায় জাহাজটি আমিরাতের আল-হামরিয়া বন্দরে পৌঁছে।
গত ১২ মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে আমিরাতের আল হামরিয়া বন্দরে যাওয়ার পথে জাহাজটি দস্যুদের কবলে পড়েছিল।
আরব আমিরাত/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
Leave a Reply