জিতলো ভারত

0
753

সিরিজের শেষ ম্যাচটিও জিতে নিল ভারত। ফলে ২ – ১ ব্যবধানে বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতলো স্বাগতিকরা।

নাঈমের ৮১ রানের অনবদ্য ইনিংসটি কাজে লাগলো না সতীর্থদের ব্যর্থতায়।

ভারতের ১৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি টাইগারদের। বিশেষ করে মুশফিক ও ধ্রুব প্রথম বলেই সাজঘরে ফিরে দলের পরাজয়ে বড় ভূমিকা রাখে। মিথুন (২৮) ছাড়া বাকী ৯ ব্যাটসম্যানই দুই অংকের রান করতে পারেনি। ফলে ১৪৪ রানে থেমে যায় টাইগারদের ইনিংস।

চাহার মাত্র ৭ রান দিয়ে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নেয়। দুবের সংগ্রহ ৩০ রানে ৩ উইকেট।

এর আগে দুই হাফ সেঞ্চুরিতে ভর করে ১৭৪ কান করে ভারত।

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জয়ী হলেও পরের দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করে।