জেনারেল মনোজ ভারতের নয়া সেনাপ্রধান

0
1796
ভারতের সদ্য সাবেক ও নতুন সেনা প্রধান (ছবি সংগৃহীত)

জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে ভারতের নয়া সেনা প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি জেনারেল বিপিন রাওয়াতের স্থলাভিষিক্ত হবেন।

মঙ্গলবার সকালে বিদায়ী সেনা প্রধান বিপিন রাওয়াতকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জেনারেল বিপিন তার বিদায়ী বক্তব্যে নতুন সেনা প্রধান সম্পর্কে বলেন, আমি জানি তিনি (মনোজ মুকুন্দ) সেনাবাহিনীকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন।

জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে ভারতের ২৮তম সেনা প্রধান। গত সেপ্টেম্বর মাসে তিনি সেনা বাহিনীর উপ-প্রধান হিসেবে দায়িত্ব পান। জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে এর আগে ভারতের পূর্বাঞ্চলীয় প্রধানের দায়িত্ব পালন করেন।

৩৭ বছরের কর্মজীবনে  জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রীয় রাইফেলস ব্যাটেলিয়ন এবং পূর্বাঞ্চলীয় ফ্রন্টে ইনফ্যান্ট্রি ব্রিগেডের নেতৃত্ব দেন।

এদিকে,সাবেক সেনা প্রধান বিপিন রাওয়াত প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। নতুন দায়িত্ব নেয়ার পর তিনি দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা জানান।