জেল হাজতে শিশু হত্যাকারী

0
1701

শিশু ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগে আটক এনামুলকে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া ছয় বছর বয়েসী আয়েশা আক্তার ইয়াসফারের মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট পুলিশের হাতে পৌঁছেছে বলে জানা গেছে।

২৬ ডিসেম্বর বৃহস্পতিবার ভাটারার বারোবিঘা এলাকা থেকে  ইয়াসফারের মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকে ১৯ বছর বয়েসী প্রতিবেশি এনামুল গা ঢাকা দেয়। শুনবার এনামুলকে নেত্রকোণা থেকে আটক করে রোববার ঢাকায় আনা হয়।

স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এনামুল ধর্ষণচেষ্টার কথা পুলিশের কাছে স্বীকার করে। জানায়, ধর্ষণচেষ্টার সময় খাটের সাথে আঘাত পেয়ে ইয়াসফার মারা যায়।

জানা যায়, ঘটনার দিন বিকেলে মোবাইল ফোনে তারা লুডু খেলছিল। এ সময় ঘরে আর কেউ না থাকার সুযোগ নিয়ে ইয়াসফারকে ধর্ষণের চেষ্টা করে এনামুল। শিশুটির হাত-পা বেঁধে মুখে কাপড় গোঁজার চেষ্টা করে এনামুল। এ সময় শিশুটি হাত-পা ছোড়াছুড়ি করার এক পর্যায়ে খাটের সাথে তার মাথায় আঘাত লাগে। পরে শিশুটি অজ্ঞান হয়ে গেলে তাকে মৃতে ভেবে খাটের নিচে সিমেন্টের ব্যাগ চাপা দিয়ে পালিয়ে যায় এনামুল।