রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় গত কয়েকদিন সর্দি, জ্বর, কাশি বা শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা করোনা ভাইরাস আক্রান্ত বলে সন্দেহ ছিল অনেকের। তবে এই সন্দেহের কোন সত্যতা নেই বলে জানালেন ডাক্তার মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মঙ্গলবার বিকেলে অনলাইন ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর পরিচালক ডাক্তার মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, ঢাকা ও ঢাকার বাইরে বেশ কিছু মৃত্যু নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের মনে হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষগুলো মারা গেছেন কিনা। সৎকারের আগে আমরা কয়েকজনের নমুনা সংগ্রহ করি। সেই নমুনা পরীক্ষা করে তাদের কারও শরীরেই করোনা ভাইরাসের সংক্রমণ পাইনি।
ডাক্তার সেব্রিনা বলেন, কারও মৃত্যু হলেই করোনা ভাইরাসে মারা গেছে ভেবে আপনারা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না।
সেব্রিনা ফ্লোরা বলেন, যাদের করোনা ভাইরাস সংক্রমণ থাকতে পারে বলে সন্দেহ হচ্ছে তাদের সবাইকে পরীক্ষা করে নিশ্চিত করছি রোগীর সংখ্যা।