‘জয়তু মুজিব’ স্মরণিকা উন্মোচিত

0
727
ছবি: ফেসবুক থেকে সংগ্রহীত

‘জয়তু মুজিব’ স্মরণিকার মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষ উপলক্ষ্যে স্মরণিকাটি প্রকাশিত হয়েছে নোয়াখালী থেকে। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা মেয়র আবদুল কাদের মির্জার উদ্যোগে এটি প্রকাশ করা হয়।

বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মরণিকাটির মোড়ক উন্মোচন করেন। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক, বসুরহাট পৌরসভা মেয়র আবদুল কাদের মির্জা উপস্থিত ছিলেন। এছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা সেখানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আবদুল কাদের মির্জা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই।