জয়পুরহাটে দুই প্রবাসীর জরিমানা

0
765

হোম কোয়ারেন্টাইন না মানায় জয়পুরহাটে ব্রুনাইফেরত দুই প্রবাসীকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাদের সাত হাজার টাকা করে জরিমানা এবং ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে।

রোববার রাতে জয়পুরহাট সদর উপজেলার চণ্ডিপুর গ্রামে প্রকাশ্যে ঘোরাফেরা করছিলেন ওই দুই প্রবাসী। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার মোনাবর হোসেন তাদের এই শাস্তি দেন।

মোনাবর হোসেন জানান, পাঁচ দিন আগে এই দুই জন ব্রুনাই থেকে দেশে ফেরেন। সদর উপজেলার ভাদসা ইউনিয়নের চণ্ডিপুর গ্রামের এই দুই প্রবাসী দেশে ফিরলে তাদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়। কিন্তু তারা কোয়ারেন্টাইনে না থেকে ঘুরে বেড়াচ্ছিলেন। এমনকি আত্মীয়দের বাড়িতেও বেড়াতে যাচ্ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, তাদের ঘুরে বেড়ানোর কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। আতঙ্কিত লোকজন বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। এর পরই ভ্রাম্যমাণ আদালত এই ব্যবস্থা গ্রহণ করে।