প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস ভাগ্য মাহমুদউল্যাহ রিয়াদের।এক যুগ পর পাকিস্তানের মাঠে খেলতে যাওয়া বাংলাদেশের শুরুটা ভালই হয়েছে বলতে হবে। তবে সব ভাল হবে ম্যাচ জেতার মধ্য দিয়ে।
শুক্রবার লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচের টস করতে নামেন দুই দণনেতা মাহমুদউল্ল্যাহ রিয়াদ ও বাবর আজম। টস জিতে টাইগার কাপ্তান ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশ পাকিস্তানের মাঠে সব শেষ খেলেছিল ২০০৮ সালে। ২০০৯ সালে দেশটিতে শ্রীলংকান ক্রিকেটারদের ওপর হামলার কারণে পাকিস্তান থেকে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসনে গিয়েছিল। অন্যসব দেশের মত বাংলাদেশের ক্রিকেটাররাও নিরাপত্তার কারণে সেখানে খেলতে যায়নি। এক যুগ পর এবার বাংলাদেশ দল পাকিস্তানে গেল। তবে দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ ও সাবেক ক্যাপ্টেন নিরাপত্তার কারণে দল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন।
বাংলাদেশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাস (উইকেট রক্ষক), মাহমুদউল্যাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।
পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), আহসান আলী, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ হাসনাইন।
এই সিরিজের তিনটি ম্যাচই হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়। সব ম্যাচ হবে একই ভেন্যুতে। আজকের পর দ্বিতীয় ম্যাচ হবে আগামীকাল শনিবার। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে ২৭ জানুয়ারি সোমবার।