করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ৪ হাজার ৩৫৭ জন। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৯৬ জন।
শনিবার ভোররাতে ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৮ লাখ ১ হাজার ৯০ জন। মোট মারা গেছেন ৩ লাখ ৯৬ হাজার ৬৫৫ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৩৩ লাখ ৮ হাজার ৬৭ জন।
গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ১৮৫ জন। যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ৯৬৩ জন। এই পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৪৬ হাজার ২৩৬ জন। এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ১১ হাজার ১৩৬ জন। সুস্থ হয়েছেন ৭ লাখ ১৫ হাজার ৯৯৫ জন।
ব্রাজিলে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৩৮ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৩০ হাজার ৭০৮ জন। সেখানে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৫৮৬ জন। দেশটিতে মোট মারা গেছেন ৩৪ হাজার ৬২৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৮৮ হাজার ৬৫২ জন।
রাশিয়ায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৮ হাজার ৭২৬ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ১৪৪ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪৯ হাজার ৮৩৪ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৫২৮ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ১২ হাজার ৬৮০ জন।
স্পেনে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩১৮ জন। গত ২৪ ঘন্টায় সেখানে মারা গেছেন ১ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৫৮ জন। মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ১৩৪ জন।
গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে ১ হাজার ৬৫০ জন আক্রান্ত হয়েছেন। এ সময়ের মধ্যে মারা গেছেন ৩৫৭ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৩ হাজার ৩১১ জন। মারা গেছেন ৪০ হাজার ২৬১ জন।
তালিকার ৬ নম্বরে উঠে আসা ভারতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৭১ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ২৮৬ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ১৮৪ জন। এ পর্যন্ত মারা গেছেন ৬ হাজার ৬৪৯ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ১৩ হাজার ২৩১ জন।
ইতালিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৫৩১ জন। মারা গেছেন ৩৩ হাজার ৭৭৪ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৮৫ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৫১৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৭৮১ জন।
গত ২৪ ঘন্টায় পেরুতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ২০২ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ১৩১ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ৪০০ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ১৬২ জন। সুস্থ হয়েছেন ৭৯ হাজার ২১৪ জন।
গত ২৪ ঘন্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছে ৪৯০ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ২৭ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ৪১৩ জন। এ পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৭৬৩ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৫০০ জন।
ফ্রান্সে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৬১১ জন। মারা গেছেন ৪৬ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৫৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ১১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭০ হাজার ৫০৪ জন।
এদিকে, নেদারল্যান্ডস ও বেলজিয়ামকে পিছনে ফেলে বাংলাদেশ উঠে এসেছে আক্রান্তের তালিকার ২০ নম্বরে। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৩০ জন। এ পর্যন্ত মারা গেছেন ৮১১ জন। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৮২৮ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৩৯১ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৮০৪ জন।
এছাড়াও গত ২৪ ঘন্টায় মেক্সিকোতে ৮১৬ জন (মোট ১২ হাজার ৫৪৫), চিলিতে ৯২ জন (মোট ১ হাজার ৪৪৮), সুইডেনে ৭৭ জন (মোট ৪ হাজার ৬৩৯), পাকিস্তানে ৬৮ জন (মোট ১ হাজার ৮৩৮), কানাডায় ৬৫ জন (মোট ৭ হাজার ৭০২), ইরানে ৬৩ জন (মোট ৮ হাজার ১৩৪), দক্ষিণ আফ্রিকায় ৬০ জন (মোট ৯০৮), ইন্দোনেশিয়ায় ৪৯ জন (মোট ১ হাজার ৭৭০), ইকুয়েডরে ৪৮ জন (মোট ৩ হাজার ৫৩৪), মিশরে ৪০ জন (মোট ১ হাজার ১৬৬), সৌদি আরবে ৩১ জন (মোট ৬৪২), পোল্যান্ডে ২০ জন (মোট ১ হাজার ১৩৭), বেলজিয়ামে ১৮ জন (মোট ৯ হাজার ৫৬৬), তুরস্কে ১৮ জন (মোট ৪ হাজার ৬৪৮), নেদারল্যান্ডসে ১৫ জন (মোট ৬ হাজার ৫), ইউক্রেনে ১৫ জন (মোট ৭৬২), রোমানিয়ায় ১১ জন (মোট ১ হাজার ৩১৬), পর্তুগালে ১০ জন (মোট ১ হাজার ৪৬৫), আলজেরিয়ায় ৯ জন (মোট ৬৯০), আফগানিস্তানে ৯ জন (মোট ৩০৯), আর্জেন্টিনায় ৭ জন (মোট ৬১৫), আয়ারল্যান্ডে ৬ জন (মোট ১ হাজার ৬৭০), ডেনমার্কে ৪ জন (মোট ৫৮৬), ফিলিপাইনে ৩ জন (মোট ৯৮৭), হাঙ্গেরিতে ৩ জন (মোট ৫৪২) ও অস্ট্রিয়ায় ২ জন (মোট ৬৭২) মারা গেছেন।
অন্যদিকে, গত ২৪ ঘন্টায় চীন (মোট ৪ হাজার ৬৩৪), স্যুইজারল্যান্ড (মোট ১ হাজার ৯২১), কলম্বিয়া (মোট ১ হাজার ৮৭ জন), জাপান (মোট ৯০৩ জন), পানামা (মোট ৩৬৩), ইসরাইল (মোট ২৯১ জন), দক্ষিণ কোরিয়া (মোট ২৭৩), মরক্কো (মোট ২০৮), গ্রিস (মোট ১৮০) ও অস্ট্রেলিয়ায় (মোট ১০২) কেউ মারা যাননি।