টিফিনের টাকায় বঙ্গবন্ধুর ছবির প্রদর্শনী

0
1603
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কক্সবাজার সাগর সৈকতে জাতির জনকের এক হাজার ছবির প্রদর্শনী হয়েছে। টিফিনের টাকায় স্কুল শিক্ষার্থীরা এই প্রদর্শনীর আয়োজন করে।

বুধবার দুপুরে কক্সবাজারের হিমছড়ি সাগর সৈকতে এ আয়োজন করা হয়। রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের টিফিনের টাকা জমিয়ে এ আয়োজন করে। তাদের সার্বিক সহায়তা দিয়েছে রামু উপজেলা প্রশাসন।

প্রদর্শনীতে স্থান পায় বিভিন্ন সময়ে তোলা বঙ্গবন্ধুর এক হাজার আলোকচিত্র। পরে আলোকচিত্রের দীর্ঘ ব্যানার নিয়ে স্কুলের কয়েকশ’ শিক্ষার্থী ও অতিথিরা হেঁটে সৈকত প্রদক্ষিণ করেন।

প্রদর্শণীর উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা, স্কলের প্রধান শিক্ষক জয়নাল আবেদীনসহ অন্যরা।