রাজধানীর টোলারবাগে মারা গেলেন আরও একজন। রোববার রাতে মারা যান ৭৬ বছর বয়েসী একজন। শনিবার যিনি মারা যান, তার সাথে সখ্যতা ছিল গতরাতে মারা যাওয়া ব্যক্তির। দুই জনই থাকতেন পাশাপাশি ভবনে।

সোমবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও পবেষণা ইনস্টিটিউট (আইডিসিআর) নিশ্চিত করেছে মৃত ব্যক্তি করোনা ভাইরাস পজেটিভ ছিলেন।
টোলারবাগ এলাকার ভবন মালিক সমিতির সভাপতি শুভাশীষ বিশ্বাস জানিয়েছেন, গতরাতে মারা যাওয়া ব্যক্তি স্থানীয় দারুল ইহসান জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। শনিবার রাতে মারা যাওয়া ব্যক্তির সাথে ঘনিষ্ঠতা ছিল রোববার রাতে মারা যাওয়া ব্যক্তির। দুইজন একই মসজিদে নামাজ পড়তেন।
শুভাশীষ জানান, দুই-তিন ধরেই জ্বর ও কাষ্টে ভুগছিলেন এই বৃদ্ধ। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছিল। পরে আইডিসিআর থেকে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়েছিল।
পুলিশম সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে অসুস্থ হয়ে পড়লে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইডিসিআর তার দাফনের ব্যবস্থা করেছে।