ডিএনএ টেস্টে আলামত মিলেছে ধর্ষক মজনুর সংশ্লিষ্টতার। সিআইডি বলছে, কুর্মিটোলায় নিপীড়নের শিকার ছাত্রীর কাপড় থেকে নেয়া নমুনার সাথে মিলে গেছে মজনুর ডিএনএ।
সিআইডি’র ডিআইজি শেখ নাজমুল আলম বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। বললেন, ‘ভিকটিমের কাপড় থেকে আমরা নমুনা সংগ্রহ করেছিলাম। সেখানে দুইটি প্রোফাইল পাওয়া গেছে। একটি ভিকটিমের, অন্যটি মজনুর।’ ইতোমধ্যে ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলেও জানালেন সিআইডির এই কর্মকর্তা।
চলতি মাসের ৫ তারিখ সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস থেকে ভুল করে কুর্মিটোলায় নেমে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। সেখান থেকে তাকে তুলে নিয়ে নির্জন স্থানে ধর্ষণ করা হয়।
ঘটনার পর দিন ছাত্রীর বাবা অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। ৮ জানুয়ারি মজনু র্যাবের হাতে আটক হয়। জিজ্ঞাসাবাদে মজনু ধর্ষণের কথা সঈকার করে। বর্তমানে সে কারাগারে রয়েছে।