ডিজিএফআই’র নতুন ডিজি

সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে কয়েকটি রদবদল

0
1131
ফাইল ছবি

মেজর জেনারেল মো. সাইফুল আলম প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন। মেজন জেনারেল মুহাম্মদ সাইফুল আবেদীনের স্থলাভিষিক্ত হবেন।

মেজর জেনারেল মো. সাইফুল আলম সবশেষ বগুড়ায় একাদশ পদাতিক ডিভিশনের নেতৃত্বে ছিলেন। সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয় মেজর জেনারেল সাইফুল আলমকে ডিজিএফআই-এর মহাপরিচালক হওয়া সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করে।

সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদলে সাভারের জিওসি মেজর জেনারেল আকবরকে মিরপুরে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ডেন্টের দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে সেখানে দায়িত্বে ছিলেন মেজর জেনারেল এনায়েত উল্লাহ।

মেজর জেনারেল এনায়েত উল্লাহকে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের পরিবর্তে দায়িত্ব দেয়া হয়েছে সেনা সদর দপ্তরের অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে।

সেনা সদর দপ্তরের অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে এতোদিন দায়িত্ব পালন করা মেজর জেনারেল হুমায়ুর কবিরকে যশোরে ৫৫তম পদাতিক ডিভিশনের জিওসি’র দায়িত্ব দেয়া হয়েছে।