ডিজিটাল শিক্ষা দিবস পালন

0
1464

রাজধানী পীরেরবাগ ফুলকি স্কুল ভবনে বাংলাদেশ ডিজিটাল এডুকেশন সোসাইটি (বিডেশ) ও ফুলকি স্কুল যৌথভাবে ডিজিটাল শিক্ষা দিবস ২০১৯ উপলক্ষে আয়োজন করলো দিনব্যাপী ডিজিটাল ‍শিশু শিক্ষা প্রদশর্নী, শিক্ষক প্রশিক্ষণ ও আলোচনা অনুষ্ঠান।


বাংলাদেশ ফ্রি-ল্যান্সার ডেভোলেপমেন্ট সোসাইটির সভাপতি ডা. তানজিবা রহমানের উপস্থাপনায় শিশু কিশোরদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে চলে ডিজিটাল শিশু শিক্ষা প্রদশর্নী। প্রদশর্নী শেষে শিক্ষকদের ডিজিটাল কনটেন্ট কর্মশালা। উপস্থিত ছিলেন ফুলকি স্কুলের প্রধান শিক্ষক উম্মে রোমান জয়াসহ শিক্ষক ও প্রশিক্ষকরা।

পরে অভিভাবক ও শিক্ষকদের অংশগ্রহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন বাংলাদেশ ডিজিটাল এডুকেশন সোসাইটির চেয়ারম্যান শিশু সাহিত্যিক জসিম উদ্দিন জয়, শিশু সংগঠক ও সাহিত্যিক মোহাম্মদ তৌহিদুজ্জামান। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক অশোকেশ রায়। # বিজ্ঞপ্তি।