জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উন্নততর চিকিৎসার জন্য তাকে রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল থেকে স্থানান্তর করা হয়েছে।
শনিবার দুপুরে অধ্যাপক আনিসুজ্জামানকে সিএমএইচ-এর সিসিইউ-তে স্থানান্তরের করার কথা জানিয়েছেন তার ছেলে আনন্দ জামান।
আনন্দ জামান জানান, অধ্যাপক আনিসুজ্জামান দীর্ঘদিন ধরেই অসুস্থ। আর একটু উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শে তাকে সিএমএইচে নেয়া হয়েছে। এখানে আনার পর শারীরিক অবস্থা আগের তুলনায় ভাল আছে।